অসাধারণ কবিতা পড়ুন একজন সাধারন কবির

 

প্রিয় পাঠক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভিন্নধর্মী প্রতিবেদন। প্রতিবেদনের মূল বিষয় ' কবিতা '। কবিতা হচ্ছে ছন্দ আকারে মনের ভাব প্রকাশের বাক্য বিন্যাস- যা একজন কবির আবেগ, অনুভূতি, উপলব্ধি ও চিন্তা করা সংক্ষিপ্ত রূপ। কবিতা পছন্দ করেন না এমন ব্যক্তি খুব কমই দেখা যায়। তাই আজ এই প্রতিবেদনে থাকছে একজন সাধারণ কবির দুটি অসাধারণ ছোটদের কবিতা,যা আমাদের মন ছুয়ে গেছে। 

কবিতা

আমাদের মাঝে কিছু ব্যক্তি  আছে যারা কবিতা আবৃত্তি করতে পছন্দ করে, কিছু ব্যক্তি আছে যারা কবিতা পড়তে পছন্দ করে আবার কিছু ব্যক্তি কবিতা লিখতে পছন্দ করে।

আরো পড়ুনঃ ড্রাগন ফল কি সত্যিই উপকারী 

কবিতা ১

প্রথম ট্রেনে চড়া

 

মামার বাড়ি যাব আমি

রেলগাড়িতে চড়ে

রাতের বেলায় ঘুম আসে না

উঠলাম খুব ভোরে।

সুমন দাদার ভ্যানে করে

এলাম আলতাফ নগর

তখনও তো কাক ডাকেনি

আধো আঁধার ভোর।

ট্রেন আসার শব্দ পেয়ে

মাকে ধরলাম এটে

আটকে আমায় দিলো মাগো

রেল স্টেশনের গেটে।

কত বড় লম্বা ট্রেন

বগি যে তার কত

প্ল্যাটফর্মে হাজার মানুষ

ট্রেনে শত শত।

ট্রেনে উঠলাম অতি কষ্টে

ভিড় ঠেলে ঠেলে

উঠার সময় আঘাত পেয়ে

মায়ের হাতটি গেল ফুলে। 

একটু পরেই চললো ট্রেন

ঝকঝক করে

মায়ের পাশেই বসে আছি

মাকে চেপে ধরে।

মাঠের পরে মাঠ চলেছে

মাঠের সবুজ ধান

গাছের ডালে কত পাখি

গায়ছে মজার গান।

অতি বেগে চলছে ট্রেন

মানে না তো কিছু

গাছপালা দালান কোঠা

যাচ্ছে সামনে থেকে পিছু।

নদনদী খাল বিল

পেরিয়ে কত বন

কানের পাশে বাতাস যেন

বইছে শন শন।

স্টেশন এলেই ট্রেন থামে

ওঠে নামে লোক

হারিয়ে আমি না যাই যেন

মায়ের সেদিক চোখ।

হেলে দুলে চলে ট্রেন

বড় মজা লাগে

এই প্রথম ট্রেনে চড়া

চড়িনি তো আগে।

দেখে দেখে দু চোখ জুড়ায়

দেখলাম খুব অল্পই

বড় হয়ে ঘুরবো দেশ

জানবো সমস্তই।

আরো পড়ুনঃ ভাদ্র মাসে বাঙালির প্রিয় তালের বড়া


কবিতা ২

পাখি গড়ছে বাসা

মাঠের পরে খোঁজা খুঁজি

করছে দেখো পাখি দুটি

আসছে নেমে যাচ্ছে উড়ে

মুখে নিয়ে খড়কুটো।

ডিম পাড়ার সময় যেতার

ব্যস্ত অতি বাসা গড়ার

দ্রুত কাজ ছাড়তে হবে

সময় নাই দেরি করতে।

আম গাছের মগডালেতে

গড়ছে তারা নিজের বাসা

দুটো পাখি সেই খেলাতে

করছে শুধু যাওয়া আসা।

ডিম দিয়েছে বাসায় দুটো

তাইতো তাদের আসা যাওয়া

সারা দিন দিচ্ছে তা

নাইতো তার নেওয়া খাওয়া।

আঠার দিনে ফোটে ডিম 

বেরিয়ে আসে দুটো ছানা

পাখি দুটো খুঁজে আনে

মুখে করে শস্য দানা।

আস্তে আস্তে বড় হয়ে

উড়বে ছানা গাছের ডালে

ছুটি বেঁধে নবীন পাখি  

পারবে ডিম কোন কালে।

থাকবে পরে সেই বাসাটি

আসবেনা আর কোন পাখি

প্রকৃতির সব নিয়ম মেনেই

আমরা সবাই চলতে থাকি।

ভাঙ্গা গড়ার এই খেলাটি

চলছে যেন নিরন্তর

বিধির বিধান চললে মেনে

সব অন্তর হবে সুন্দর।

কবিঃ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তপন কুন্ডু

 

তাহলে বন্ধুরা কেমন লাগলো ছোটদের দুটি কবিতা। ভালো লাগছে অবশ্যই পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই রকম আরো সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।

আর্টিকেল রাইটার -প্রিয়াঙ্কা কুন্ডু

 

 

 


 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url