জেনে নিন বিকাশ পিন নাম্বার ভুলে গেলে কিভাবে রিসেট করবেন -

প্রিয় পাঠক বন্ধুরা, কেমন আছেন সবাই? বর্তমানে বিভিন্ন মোবাইল ব্যাংকিং সার্ভিস গুলোর মধ্যে বিকাশ অন্যতম। নিত্যদিনের লেনদেন, অনলাইন পেমেন্ট, মোবাইল রিচার্জ সহ যাবতীয় কাজের ব্যবহৃত হচ্ছে বিকাশ। তবে বিকাশ একাউন্টে পিন নাম্বার ভুলে যাওয়ার সমস্যা অনেকেরই হয়ে থাকে। বিশেষ করে যারা একাধিক মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করেন। তারা একটা পিন নাম্বারের সাথে আরেকটা পিন নাম্বার গুলিয়ে ফেলেন। কিন্তু এখন বিকাশের পিন নাম্বার ভুলে গেলে ঘাবরানোর কিছু নেই আপনি নিজেই সহজে আপনার বিকাশ পিন নাম্বার রিসেট করতে পারবেন। বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাবো কিভাবে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ ছাড়াই নিজে নিজে বিকাশ পিন নাম্বার রিসেট করবেন-


বন্ধুরা, কিছুদিন আগেও বিকাশের পিন নাম্বার ভুলে গেলে ফোন দিতে হতো বিকাশ কাস্টমার কেয়ারে এবং সেখানে তাদেরকে সঠিক তথ্য দিয়ে বিকাশ একাউন্টের পিনটি রিসেট করে নিতে হতো। কিন্তু বর্তমানে বিকাশ নিয়মের পরিবর্তন আনায় বিকাশের  কোড ডায়াল করেই পিন রিসেট করে নেয়া যায়। আসুন জেনে নিই বিকাশ পিন নাম্বার ভুলে গেলে কিভাবে রিসেট করবেন-

বিকাশ একাউন্ট কিভাবে লক হয়ে যায় :

বিকাশ একাউন্টের পিন নাম্বার পরপর ৩ বার ভুল ডায়াল করলে একাউন্টটি ব্লক হয়ে যায়। অর্থাৎ আপনি পরপর ২ বার পর্যন্ত একাউন্টের পিন নাম্বার ভুল নাম্বার ডায়াল করতে পারবেন। কিন্তু যখনই আপনি ৩য় বার ভুল নাম্বার ডায়াল করবেন তখনই আপনার একাউন্টটি লক হয়ে যাবে। তবে আপনি ২৪ ঘন্টা পর পুনরায় চেষ্টা করতে পারবেন। 

আরো পড়ুনঃ সাইবার অপরাধ কী এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে জেনে নিন

বিকাশ পিন নাম্বার রিসেট করতে কি কি তথ্য দরকার হয় :

বিকাশ একাউন্টের পিন নাম্বার রিসেট করতে আপনার কিছু ব্যাসিক তথ্য দরকার হবে। যেমন -

★ আপনার বিকাশ একাউন্টটি যে আইডি বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দ্বারা খোলা হয়েছে সেই আইডি কার্ড। 

★ পিন ভুলে যাওয়া সিম সহ মোবাইল। 

★ আপনার সেই বিকাশ একাউন্টের সর্বশেষ ৯০ দিনের মধ্যের যেকোনো লেনদেনের তথ্য। সেটা হতে পারে মোবাইল রিচার্জ, ক্যাশ আউট অথবা ক্যাশ ইন। যাতে বিকাশ কর্তৃপক্ষ বুঝতে পারে যে আপনিই এই অ্যাকাউন্টের ব্যবহারকারী। 

আরো পড়ুনঃ মোবাইল ফোন দিয়ে মাত্র ২ মিনিটে জন্ম নিবন্ধন সনদ যাচাই করুন

বিকাশ একাউন্টের পিন নাম্বার রিসেট করতে কী করতে হবে :

★ আপনাকে প্রথমে মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *২৪৭# ডায়াল করতে হবে। এরপর আপনার সামনে বিকাশের মেন্যে চলে আসবে। এখানে আপনি নিচে দেখতে পারবেন 10 নাম্বারে 10.Reset pin অপশন। এখানে আপনি 10 লিখে সেন্ড করুন। 

★ এরপর এন আই ডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের নাম্বার লিখতে বলবে। আপনি যেটি দিয়ে আপনার বিকাশ একাউন্ট খুলেছেন, সেই নাম্বারটি দিয়ে দেবেন। তারপর আপনিকে আপনার এনআইডি কার্ডে দেওয়া জন্ম সালটি এখানে দিতে হবে। 

★ এবার আপনাকে গত ৩০ দিনের মধ্যে সর্বশেষ ১০টি আউটগোয়িং লেনদেন থেকে যেকোনো একটি সিলেক্ট করতে হবে এবং টাকার পরিমান দিতে হবে। 

★ এখন বিকাশ থেকে একটি অস্থায়ী পিন নাম্বার আপনাকে কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে। 

★ এবার My bKash এ যেতে 1 সিলেক্ট করুন এবং পিন নাম্বার পরিবর্তন করতে আবার 1 সিলেক্ট করুন। 

★ এবার আপনার নতুন পিন নাম্বার সেট করুন এবং কনফার্ম করতে পুনরায় নাম্বারটি ডায়াল করুন। 

এখন আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বারটি রিসেট সম্পূর্ণ হলো। 

আরো পড়ুনঃ ঘরে বসে সেরা ৩ টি উপায়ে গুগল থেকে টাকা আয় করুন

প্রিয় পাঠক বন্ধুরা, আশা করি আপনারা এই আর্টিকেলটি পড়ে বিকাশ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে কি করবেন সে সম্পর্কে ধারণা পেয়েছেন। আর্টিকেলটি উপকারী মনে হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url