আপনার তারুণ্যকে ধরে রাখুন সহজ কিছু উপায়ে

প্রিয় পাঠক বন্ধুরা, আমরা সবাই আমাদের সৌন্দর্যকে, আমাদের তারুণ্যকে ধরে রাখতে চাই। আমরা কেউই বৃদ্ধ হতে চাই না। তবে একটু বয়স বাড়ার সাথে সাথে আমাদের চেহারায় বার্ধ্যকের ছাপ পড়ে যায়। কিন্তু আবার অনেকের চেহারা দেখে তাদের বয়স বোঝার উপায় থাকে না। তাদের বয়স বেশি হলেও দেখে মনে হয় তরুণ। বিশেষজ্ঞদের মতে,চেষ্টা করলে অর্থাৎ কিছু নিয়ম মেনে চললে নিজের তারুণ্য ধরে রাখা যায়। তাই বন্ধুরা আপনার চেহারার তারুণ্য দীর্ঘদিন ধরে রাখতে চাইলে মেনে চলুন কিছু টিপস।


বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাবো কিভাবে আপনার চেহারার তারুণ্যকে ধরে রাখবেন। আসুন দেরি না করে জেনে নেওয়া যাক -

ত্বকের তারুণ্য ধরে রাখতে প্রথমেই যা প্রয়োজন তাহলো পর্যাপ্ত ঘুম। এক্ষেত্রে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে।


বার্ধক্যকে দূরে রাখতে সবচেয়ে ভালো উপায় হল স্বাস্থ্যকর খাবার খাওয়া। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমাদের ত্বকের ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যাল গুলোর বিরুদ্ধে লড়াই করে, বার্ধক্য জনিত লক্ষণগুলো প্রতিরোধ করে। 
অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার গুলোর মধ্যে রয়েছে - ব্রকলি, পালং শাক, গাজর, বিটরুট, মুলা, মিষ্টি আলু, লেটুস, লাল আঙ্গুর, বড়ই, আপেল, গ্রিন টি  ইত্যাদি।

প্রোটিন খাবার খান।প্রোটিন আমাদের কোষের তারুণ্য দীর্ঘদিন ধরে রাখতে পারে।

প্রতিদিন ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট ব্যায়াম করতে হবে। ব্যায়াম আমাদের শরীর ও ত্বক দুটাই ভালো রাখে।


বলিরেখাহীন ত্বক ও সুস্থ শরীরের জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি আমাদের শরীর থেকে দূষিত উপাদান বের করে শরীর সুস্থ রাখে। 

মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে। অহেতুক দুশ্চিন্তা আপনার শরীরে বয়সের ছাপ ফেলে দেবে।

ত্বকে তাড়াতাড়ি বয়সের ছাপ ফেলতে পারে রোদ। তাই রোদে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ও সান পাউডার ব্যবহার করতে হবে। এছাড়া ছাতা, টুপি সানগ্লাস ব্যবহার করা ভালো।

প্রতিদিন কিছু সময়ের জন্য আপনার মুখের ত্বকে ম্যাসাজ করতে হবে। এতে ত্বকের নমনীয়তা বজায় থাকবে।

★ সপ্তাহে একবার ত্বকে স্ক্রব ব্যবহার করতে হবে। এটি ত্বকের জমে থাকা ময়লা ও মরা চামড়া দূর করে ত্বক ভালো রাখে। 

★ ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকতে হবে। তারুণ্যকে দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দিতে এদের জুড়ি নেই। 


★ আপনার ত্বকে অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ত্বকের যত্ন নিতে হবে প্রাকৃতিক উপায়ে। 

★ অতিরিক্ত চিনি ও অতিরিক্ত লবণ খাবার অভ্যাস ত্যাগ করতে হবে।

★ মন খুলে হাসতে হবে। হাসি খুশি থাকলে মন ভালো থাকে। এতে চেহারায় সহজে বয়সের ছাপ পড়ে না।

প্রিয় পাঠক বন্ধুরা, আমাদের আজকের পোস্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url