জেনে নিন ২০২৩ সালের কোজাগরী লক্ষী পূজার তারিখ ও সময় এবং পূজার উপকরণ সামগ্রী সমূহ-

প্রিয় পাঠক বন্ধুরা, শুরু হয়ে গেছে বাংলার সনাতনী সম্প্রদায়ের উৎসবের মৌসুম। আগামীকাল সনাতনীরা বরণ করে ঘরে তুলে নেবেন মা দুর্গাকে। চলবে পাঁচ দিনব্যাপী তাদের মহাউৎসব। আবার এই পূজা শেষ হতে না হতেই শুরু হবে লক্ষ্মী পূজার তোরজোর। লক্ষ্মী পূজা বাঙালি সনাতনীদের ঘরের এক চিরন্তন উৎসব। মা লক্ষ্মী হলেন ধন ও সম্পদে দেবী। তাই সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য মা  লক্ষ্মীর পূজা করা হয়। বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাবো ২০২৩ সালের কোজাগরী লক্ষী পূজার তারিখ ও সময়, মা লক্ষ্মীর প্রণাম ও পুষ্পাঞ্জলী মন্ত্র এবং কোজাগরী লক্ষ্মী পূজার উপকরণ সামগ্রী সমূহ কি কি। চলুন দেখে নিন কোজাগরি লক্ষী পূজার বিস্তারিত -

Laxmi puja

ধন, যশ, খ্যাতি ও সম্পত্তি দেবী মা লক্ষ্মীর আরেক নাম কোজাগরী লক্ষ্মী। আর এই লক্ষী পূজা যে পূর্ণিমায় করা হয় তাকে বলা হয় কোজাগরী পূর্ণিমা। হিন্দু শাস্ত্র মতে, কোজাগরী কথাটির অর্থ ' কে জেগে আছে '। এই পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী প্রতিটি গৃহে খোঁজ নিয়ে যান কে জেগে আছে। যে ব্যক্তি এই পূর্ণিমায় রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করেন, তার ঘরেই প্রবেশ করেন মা লক্ষ্মী। আসুন জেনে নেই ২০২৩ সালের কোজাগরী লক্ষ্মী পূজার তারিখ ও সময় -

আরো পড়ুনঃ জেনে নিন ২০২৩ সালের দুর্গাপূজার সময় সূচী ও বিভিন্ন তথ্য

কোজাগরী লক্ষ্মী পূজা :

তারিখ - ১১ কার্তিক (২৯ শে অক্টোবর)।

বার - রবিবার।

পূজার সময়সূচী :

পূর্ণিমা তিথি শুরু হবে ৯ ই কার্তিক (২৭ শে অক্টোবর), শুক্রবার রাত ৪ টা ১২ মিনিটে।

পূর্ণিমা তিথি শেষ হবে ১০ ই কার্তিক (২৮ শে অক্টোবর), শনিবার রাত ২ টা ২৫ মিনিটে।

আরো পড়ুনঃ সুপার ফুড্‌ ওটস্‌ এর পুষ্টিগুন ও উপকারিতা

মা লক্ষ্মীর প্রনাম মন্ত্র :

ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।

সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমোহস্তুতে।।

মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র :

নমস্তে সর্বদেবানং বরদাসি হরিপ্রিয়ে।

যা গতিস্তং প্রপন্নানং স্বা মে ভূয়াত্বদর্চবাৎ।।

লক্ষ্মী পূজার উপকরণ সামগ্রী :

অধিবাস ডালা, হরতকি, সিঁদুর, তিল, লাল চন্দন, মাটির সরা, আতপ চাল, একটা গামছা, একটা মাটি হাড়ি,তেকাঠা,পঞ্চগুড়ি, পঞ্চরত্ন, পঞ্চগব্য, দর্পণ, চিরুনি, বাঁশের কাঠি, সশীষ ডাব,ফুল, দুব্বা, ফুলের মালা, এক মুঠো ধান, গঙ্গাজল, ধূপকাঠি, কপূর, পান সুপারি, চন্দনমালা, ঘি,মধু, দই, দুধ, চিনি, নৈবেদ্য, লক্ষ্মীর বাহন প্যাঁচার ধুতি, শঙ্খ, নথ,বালি,কাট, লোহা, হোম করার জন্য বেলপাতা ২৮ টি,ভোগের জন্য ফলমূল ইত্যাদি উপকরণ সামগ্রী কোজাগরী লক্ষ্মী পূজার জন্য আবশ্যক।

আরো পড়ুনঃ হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ঘরে বসেই ইনকাম করুন লক্ষাধিক টাকা

প্রিয় পাঠক বন্ধুরা, দেবী লক্ষ্মী হল হিন্দু ধর্মের ধনসম্পত্তির দেবী। তাই হিন্দু সম্প্রদায় ধনসম্পদ, সৌভাগ্য ও নাম যশের জন্য মা লক্ষ্মীর আরাধনা  করে থাকেন। কোজাগরী লক্ষ্মী পূজা অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের ঘরেই অনুষ্ঠিত হয়। এবছর আমাদের সকল হিন্দু সম্প্রদায় বন্ধুদের পূজা ভালো ও সুস্থভাবে কাটুক এই কামনায় আজকের মত বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।

আর্টিকেল রাইটার - প্রিয়াঙ্কা কুন্ডু

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url